চলন্ত বাসে নার্স শাহিনূর আক্তার তানিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি স্বর্ণলতা পরিবহনের বাস ড্রাইভার নূরুজ্জামান নূরু আদালেত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
শনিবার রাতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তাকে আদালতে হাজির করা হয়। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ তার জবানবন্দি রেকর্ড করেন। আজ রবিবার কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ ড্রাইভারের আদালতে জবানবন্দি প্রদানের কথা সাংবাদিকদের নিকট স্বীকার করেছেন।
এদিকে, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থল বাজিতপুর উপজেলার বিলপাড়-গজারিয়া ও জামতলী এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী জাকির হোসেনের সঙ্গে কথা বলেন। পরে তিনি পিরিজপুর বাজারে যান এবং তানিয়াকে চিকিৎসার জন্য প্রথমে যে ফার্মেসীতে নিয়ে যাওয়া হয়েছিল সেই সততা ফার্মেসীর মালিক হাবীবুর রহমান ও পার্শ্ববর্তী হাওয়া ফার্মেসীর মালিক খাইরুল ইসলামের নিকট থেকে ঘটনার বিবরণ শোনেন। পরে ডিআইজি বাজিতপুর থানায় যান। এ সময় তার সঙ্গে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ ছিলেন।
গত ৬ মে রাতে কটিয়াদী উপজেলার বাহেরচর গ্রামের শাহিনূর আক্তার তানিয়া ঢাকা থেকে স্বর্ণলতা প্রাইভেট লিমিটেডের একটি বাসে বাড়ি ফেরার পথে চলন্ত অবস্থায় ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হন। এ ব্যাপারে নিহতের পিতা মো. গিয়াসউদ্দিন বাদী হয়ে বাসের ডাইভার-হেলপারসহ মোট ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে গ্রেফতার পাঁচ আসামি পুলিশ রিমান্ডে রয়েছে।