মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

ঠাকুরগাঁওয়ে প্রতারণার শিকার টার্কি মুরগি খামারি ॥ ডিসি অফিস ঘেরাও

ঠাকুরগাঁওয়ে প্রতারণার শিকার টার্কি মুরগি খামারি ॥ ডিসি অফিস ঘেরাও

এমদাদুল হক ভূট্টো, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ে হায় হায় কোম্পানির প্রতারকদের শাস্তি সহ হাতিয়ে নেয়া টাকা ফেরতের দাবিতে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে টার্কি মুরগী  খামারিরা ।

বুধবার দুপুরে ২ শতাধিক টার্কিমুরগি খামারি মিছিল জেলা প্রশাসক কার্যালয় ঘেরা করে । সেখানে এক ঘন্টা অবস্থান শেষে জেলা প্রশাসক কে স্বারক লিপি দেন আন্দোলন কারীরা । এতে উল্লেখ করা হয় রংধনু শপিং লিমিটেড নামে একটি কথিত কোম্পানি সাধারণ মানুষকে টার্কি মুরগী পালনে আকর্ষনীয় লাভ দেয়ার প্রলোভন দিয়ে বিভিন্ন প্যাকেজ কিনতে উদ্বুদ্ধ করে। পরে তাদের টার্কি মুরগী দিয়ে নগদ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে মেয়াদ শেষে ওই সব উদ্যোক্তার নিকট হতে পালিত টার্কি মুরগীও হাতিয়ে নেয় । তবে  কাউকে চেক আবার কাউকে সাদা কাগজে রশিদ দিয়ে অফিসে তালা দিয়ে কোম্পানীর চেয়ারম্যান ও মহাব্যবস্থাপক সহ অন্যান্যরা গা ঢাকা দেয়।

এ ধরনে হায় হায় কোম্পানি স্বপ্ননীল এগ্রো সার্ভিসেস লিমিটেডসহ আর ৩টি  কোম্পানী গড়ে উঠে । প্রায় ৩ বছর এলাকার মানুষের কাছে এভাবে প্রতারণা করে হঠাৎ উধাও হয়  এ সব কোম্পানি ।

উল্লেখ, গত সোমবার একটি কোম্পানি চেয়ারম্যান ও তার স্ত্রীসহ  তিন জনকে সৈয়দপুর বিমানবন্ধর থেকে আটক করে বলে  ঠাকুরগাঁও ডিবি পুলিশ।আটককৃতরা হলেন, স্বপ্ননীল এগ্রো সার্ভিসেস লিমিটেড কোম্পানীর চেয়ারম্যান সালমান ওরফে সানি (৩২), তার  স্ত্রী রওশন আরা (২৮) ও ভাতিজা আবু সালেম রাসেল(২৩)।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD