শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন
ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশের সকল অবৈধ দোকানপাট উচ্ছেদ করে গাজীপুর জেলা পুলিশ। কিন্তু উচ্ছেদের ১২ঘন্টা পর থেকে আবার দখল করে দোকানপাট বসে ফুটপাত দখল করে নিয়েছে ব্যবসায়ীরা। শুক্রবার সকাল থেকেই ওই ফপুটপাতে দোকান বসে পুরোদমে বেচাকেনা করতে দেখা গেছে। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকে ধীরে ধীরে যানজটের সৃষ্টি হয়। এতে রমজান মাসে বাসযাত্রীদের গরমের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হয়। বৃহস্পতিবার গাজীপুর জেলা পুলিশের বিপুল সংখ্যক সদস্যদের নিয়ে গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আলমগীর মজুমদার ওই উচ্ছেদ অভিযানে অংশ নেন। উচ্ছেদের সময় ফুটপাত ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যদের সড়কের উপর ও সড়কের পাশে কোন দোকান না বসানোর জন্য অনুরোধ করেন। কিন্তু এসপি শামসুন্নাহারের নিদের্শ অমান্য করে শুক্রবার সকাল থেকেই সফিপুর বাজারের ইজাদাররা ফুটপাতে প্রতি দোকান থেকে ষাট টাকা থেকে দুইশত টাকার বিনিময়ে বসিয়ে দেওয়া হয়েছে। শুধু সফিপুরেই নয় কালিয়াকৈর বাজারের ভিতরের প্রবেশ পথের শুরুতেই
রাস্তা দখল করে নিয়ছে ফল ব্যবসায়ীরা। রাস্তার অধিকাংশই দখল করে নেয়ায় বাজারে ভিতরে প্রকৃত ব্যবসায়ীদের মালামাল পরিবহনের সময় গাড়ী নিতে সমস্যা হচ্ছে। নাম প্রকাশে অনেচ্ছুক একজন ফুটপাতের ব্যবসায়ী জানান,আমরা পৌরসভার টেক্স দিয়ে ব্যবসা করি।ফুটপাতের এ সব দোকানের ব্যাপারে পৌরসভা কর্তৃপক্ষ কোন প্রকার পদক্ষেপ নিচ্ছে না বলে জানান,ভোক্তভোগিরা।
নাম প্রকাশে অনেচ্ছুক একজন ফুটপাতের ব্যবসায়ী জানান, একজন ইজারাদারের নেতৃত্বে উচ্ছেদের পরেরদিন আমাদের সড়কের পাশে বসিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে প্রতি দোকান থেকে ষাট থেকে দুইশত টাকা দিতে হচ্ছে।
খোজঁখবর নিয়ে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর সফিপুর বাজারে ফুটপাতের দোকানপাট বসে বেচাকেনার কারণে প্রতিনিয়তই যানজট সৃষ্টি হচ্ছে। জেলা পুলিশের পক্ষ থেকে ওই সড়কের উপর দোকানপাট বসতে একাধিকবার নিষেধ ও উচ্ছেদ হলেও কেউ কারো কথা শুনছে না। একটি প্রভাবশালী মহলের ছত্র ছায়ায় আবার ফুটপাত দখল হয়ে যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে জেলা ও থানা পুলিশ উঠিয়ে দিলেও আবার একটি মহলের নেতৃত্বে উচ্ছেদের এক ঘন্টা পরেই আবার দখল করে দোকান পাঠ বসিয়ে ব্যবসা করে আসছিল।
কালিয়াকৈর থানার ওসি(অপারেশন) সানোয়ার জাহান জানান, মহাসড়কে ও উভয় পাশে যতবারই হকাররা বা ফুটপাতে দোকান বসাবে ততবারই তাদের উচ্ছেদ করা হবে। আজ শনিবার আবার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।