শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

মনপুরার মেঘনা পাড়ে ৩টি কনটেইনার

মনপুরার মেঘনা পাড়ে ৩টি কনটেইনার

ভোলার মনপুরার মেঘনায় ৩টি কনটেইনার ভেসে এসেছে। এর মধ্যে একটি কনটেইনার উপজেলার রামনেওয়াজ মৎস্য ঘাটের পশ্চিমপাশে মেঘনা পাড়ে রয়েছে। অপর ২টি কনটেইনার মনপুরার বিচ্ছিন্ন ডালচরের উত্তর পূর্ব কোনায় রয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।

তবে ডালচরের কনটেইনার ২টি রাতের জোয়ারে হাতিয়ার দিকে চলে গেছে বলে জানান মনপুরা থানার ওসি ফোরকান আলী। তিনি হাতিয়া থানাকে ব্যাপারে অবহিত করেছেন বলে জানিয়েছেন

বুধবার সকালে রামনেওয়াজ মৎস্য ঘাটের স্থানীয়রা কনটেইনারটিকে শক্ত দড়ি দিয়ে মেঘনা পাড়ে বেঁধে রাখে

জানা যায়, গত রোববারকরিম শিপিং লাইনের কনটেইনারবাহী জাহাজকেএসএল গ্লেডিয়েটরপণ্যভর্তি ৮৩টি কনটেইনার নিয়ে চট্রগ্রাম বন্দর থেকে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও কনটেইনার টার্মিনালের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে হাতিয়া চ্যানেলে লাল বয়ার কাছে পৌঁছালে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে ৪৩টি কনটেইনার ছিটকে সাগরে পড়ে যায়

স্থানীয় প্রশাসন স্থানীয়দের ধারণা হাতিয়া চ্যানেলে জাহাজ থেকে ছিটকে পড়া ৪৩ কনটেইনারগুলোর মধ্যে এই কনটেইনারটি হতে পারে

সরেজমিনে বুধবার রামনেওয়াজ ঘাটে গিয়ে দেখা যায়, একটি কনটেইনার উপজেলার রামনেওয়াজ মৎস্য ঘাটের পূর্বপাশে মেঘনা পাড়ে ব্লকের উপর পড়ে রয়েছে। কনটেইনারটি সম্মুখেট্রাইটন ইন্টারন্যাশনালএর সিল মারা রয়েছে। এছাড়া কাস্টমসের অনুমোদন সিল রয়েছে। কনটেইনারটির নিচে ওপরের কিছু অংশ ভেঙে গেছে। এতে কনটেইনারটি ভেতরে বস্তাভর্তি তুলা দেখা যায়

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফোরকান আলী বলেন, ‘খবর পেয়ে একজন এসআইকে ঘটনাস্থলে পাঠায়েছি। এছাড়া চট্রগ্রামের বন্দর থানাকে মুঠোফোনে জানানো হয়েছে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD