বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:০০ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
অবসর ভেঙে বিশ্বকাপে ফিরতে চান না নারাইন এ মৌসুমে আর মাঠে নামা হচ্ছেনা বার্সেলোনার ডি জংয়ের ইবিতে বিবস্ত্র করে র‍্যাগিংয়ের ঘটনায় সত্যতা পেয়েছে তদন্ত কমিটি, শাস্তির সুপারিশ ইবিতে ভর্তি পরীক্ষা দেবে ১৫ হাজারের বেশি শিক্ষার্থী চমক নিয়ে আসছে ‘পুষ্পা-২’ আজ সত্যজিতের প্রয়াণ দিবস বেসিসের জন্য স্থায়ী ঠিকানা গড়ে তুলবো: মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতার এশিয়া প্যাসিফিক পর্বে তৃতীয় রুয়েট ইউপি চেয়ারম্যানরা পদে থেকেই উপজেলা নির্বাচন করতে পারবেন পুলিশ কেবল আইন-শৃঙ্খলা রক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকে না, মানবিকতায়ও নজির স্থাপন করেছে: ডিএমপি কমিশনার

রিয়েলমি’র ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

রিয়েলমি’র ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

৬৪ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত বিশ্বের প্রথম স্মার্টফোন উন্মোচন করেছে রিয়েলমি। প্রতিষ্ঠানের প্রিমিয়াম ‘এক্স’ সিরিজের আওতায়  রিয়েলমি এক্সটি নামের স্মার্টফোনটির পেছনে রাখা হয়েছে কোয়াড ক্যামেরা ব্যবস্থা। স্মার্টফোনটির জন্য ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর সরবরাহ করবে স্যামসাং– খবর আইএএনএস-এর। চলতি বছর মে মাসে দুইটি নতুন ইমেজ সেন্সর উন্মোচন করেছে স্যামসাং। কম আলোতে উজ্জ্বল ১৬ মেগাপিক্সেল ছবি তুলতে পারে স্যামসাংয়ের ৬৪ মেগাপিক্সেল “আইএসওসেল ব্রাইট জিডাব্লিউ ১”। এ ছাড়া উজ্জ্বল আলোতে দারুন ৬৪ মেগাপিক্সেল ছবি তুলতে পারে সেন্সরটি। ৬৪ মেগাপিক্সেল মূল ক্যামেরার সঙ্গে কোয়াড ব্যবস্থায় রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর ডিভাইসটির সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রিয়েলমি ইন্ডিয়ার প্রধান নির্বাহী মাধব শেঠ বলেন, “আমরা আরেকটি প্রথম কিছু আনতে পেরে গর্বিত, বিশ্বের প্রথম ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার অভিজ্ঞতা। ডিভাইসটিতে রয়েছে ৬.৪ ইঞ্চি সুপার-অ্যামোলেড পর্দা। এর সঙ্গে রয়েছে ওয়াটারড্রপ নচ এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১২ প্রসেসরের সঙ্গে চার, ছয় বা আট গিগাবাইট র‌্যাম এবং ৬৪ গিগাবাইট বা ১২৮ গিগাবাইট স্টোরেজ রাখা হয়েছে ডিভাইসটিতে। ডিভাইসটির ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি চার্জ করতে রাখা হয়েছে ২০ওয়াট ভুক ৩.০ ফাস্ট-চার্জিং প্রযুক্তি।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD