সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
মৌসুমী জ্বরে আক্রান্ত হয়েছিলেন ঢাকাই ছবির সেরা নায়ক শাকিব খান। শনিবার জানালেন কিছুটা সুস্থতার খবর। এক আলাপে আগামীকাল থেকেই শুটিংয়ে অংশ নেওয়ার খবরও জানালেন তিনি।
শাকিব খান বলেন, শরীরে জ্বর নিয়েই বেশ কিছুদিন শুটিং করেছিলাম। শরীর বেশি খারাপ হওয়াতে চিকিৎসকের পরামর্শে শুটিং থেকে কিছুদিন বিশ্রাম নেই। এখন সেরে উঠছি। শুটিংয়ে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছি।
জুলাইয়ের শেষ সপ্তাহে শারীরিক অসুস্থতা নিয়েই শুটিং করেছিলেন শাকিব খান। শরীরে জ্বর নিয়েও শুটিং চালিয়ে যাচ্ছিলেন। জ্বর বেড়ে যাওয়ায় শুটিং আর করা হয়নি তার। ফলে বন্ধ থাকে বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ ছবির শুটিং। বেশ কিছু দিন বন্ধ থাকার পর শাকিব খান কিছুটা সুস্থ হওয়ায় রোববার থেকে আবারও আগুনের ক্যামেরা চালু হওয়ার খবর দিলেন পরিচালক।
আগুনে শাকিব খানের নায়িকা হিসেবে আছেন নবাগত জাহারা মিতু।
এদিকে ঈদুল আজহায় শাকিব-বুবলী জুটির ‘মনের মতো মানুষ পাইলাম না’ মুক্তি পায়। আগামী ৪ঠা অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব খান, নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত অভিনীত ‘শাহেনশাহ’ ছবিটিও।