শুক্রবার, ০২ Jun ২০২৩, ০২:০০ পূর্বাহ্ন
‘লোকাল অ্যালার্ট’ নামে নতুন একটি হেল্প সার্ভিস চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এটি ব্যবহারকারীদের জীবন রক্ষাকারী তথ্য দেবে।
এই হেল্প সার্ভিসটি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ৩০০ শহরে চালু করছে প্রতিষ্ঠানটি।
এক ব্লগ পোস্টের মাধ্যমে ফেসবুক জানিয়েছে, লোকাল অ্যালার্টের মাধ্যমে ব্যবহারকারীরা পুলিশ বা ফায়ার ব্রিগেডে মেসেজ পাঠাতে পারবেন। সেটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। এ ছাড়া এটি কোনো জনবহুল জায়গায় অস্ত্রধারীর হামলা, খারাপ আবহাওয়া বা নিখোঁজদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে সাহায্য করবে।
ফেসবুক আরও জানায়, বিপদগ্রস্ত বন্ধুদের অবস্থান জানাতে সেফটি চেক নামের একটি ফিচার অনেক আগে থেকেই রয়েছে ফেসবুকে। নতুন সার্ভিসটি আরও বেশি কার্যকর হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
নতুন এই ফিচারটির কার্যকারিতা সম্পর্কে বেশ আশাবাদী মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান।