রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন
চিত্রনায়ক আরিফিন শুভ অভিনয় নিয়ে পড়াশোনা করতে গত ২৫ জুলাই এক মাসের জন্য মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন। দেশে ফিরেছেন গত সপ্তাহে। আর ফিরেই নিজ ছবি ‘সাপলুডু’র প্রচারণায় নামলেন এই তারকা। গতকাল তেজগাঁওয়ে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মিডিয়ার স্টুডিওতে এর গানের অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় ছিলেন বিদ্যা সিনহা মিম, পরিচালক গোলমা সোহরাব দোদুলসহ এর কলাকুশলীরা। গানর শিরোনাম ‘কিছু স্বপ্ন’। আগামী ২৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘সাপলুডু’ ছবি। এটি সম্পর্কে কিছুটা জানাশোনা আছে দর্শকদের। কারণ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে এর পোস্টার ও ট্রেলার। এবার এলো ছবির গান। ছবির নায়ক আরিফিন শুভ বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আমরা এমন মুহূর্তে দাঁড়িয়ে আছি, এখন দর্শকের সাপোর্ট খুব প্রয়োজন। আমরা এই ছবিটা করেছি তাদের জন্য। দর্শকই এর বিচার করবে। আমরা একটা সাদামাটা গল্পকে ভিন্নভাবে বলার চেষ্টা করেছি। অনুরোধ থাকবে, ছবিটি হলে গিয়ে দেখার। আশা করি, কোন দর্শক হতাশ হবেন না। গান প্রসঙ্গে মিম বলেন, ‘খুব সুন্দর একটি গান এটি। এতে মূলত নিজেদের অনুভূতির কথা তুলে ধরা হয়েছে। যে অনুভূতি বেশিরভাগ মানুষেরই হয়। এটি নির্মাতা দোদুলের প্রথম ছবি। তিনি জানান, ‘সাপলুডু’ ছবিতে গান থাকছে চারটি। এগুলোর শিরোনাম ‘ময়না ধুম ধুম’, ‘শুভ জন্মদিন’, ‘কিছু স্বপ্ন’ ও ‘ইয়া খুদা’। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, তানভীর আলম সজীব, কণা, হৃদয় খান, পড়শি ও ইমরান। ছবিতে অভিনয় করেছেন শুভ, মিম, সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে।