বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

কালকিনিতে ৫ দিনব্যাপী সুনীল মেলার আয়োজন করল উপজেলা প্রশাসন

কালকিনিতে ৫ দিনব্যাপী সুনীল মেলার আয়োজন করল উপজেলা প্রশাসন

কালকিনি(মাদরীপুর) প্রতিনিধি : মাদারীপুরের কালউপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ দিনব্যাপী উপমহাদেশের প্রখ্যাত কও সাত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের নামে সুনীল মেলা শনিবার থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলাকবির ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার পৈত্রিক বাউপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামে আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লের ৮৫তম জন্মদিন পালন করতে আগামী শনিবার থেকে -১১ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী মেলায় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রকাশনীর অংশ গ্রহণ ছাড়াও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, পাহাড়ী নৃত্য, লালন গীতি, পল্লী গী, অর্কেষ্ট্রা, একরোবেটিক, একক ও দলীয় নৃত্য, স্থানীয় আবৃত্তি সংগঠনের আবৃত্তি পবেশন, মনোহরি মেলাসহ নানা ধরনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

এ প্রসঙ্গে কথাসাত্যিক রিপনচন্দ্র মল্লিক বলেন, ‘সুনীল গঙ্গোপাধ্যায় শুধু আমাদের অহংকারই নয়। সে পুরো পৃথিবীর সম্পদ। তার লেখা গল্প কবিতা কিংবা উপন্যাস সারা পৃথিবীর মানুষের কাছে পহওয়া দরকার। কবির জন্মদিনে সরকাভাবে এমন উদ্যোগ শিল্প সাহিত্য চর্চায় আমাদেরকে আরো বেঅনুপ্রেরণা যোগাচ্ছে। ‘

কবি আকন মোশারফ হোসেন একদাবী করে বলেন, ‘যেহেতু সুনীল গঙ্গোপাধ্যায়ের মত এমন একজন প্রখ্যাত কও সাত্যিক মাদারীপুর জেলায় জন্ম গ্রহণ করেছেন তাই কালও রাজৈর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের এককরে শ্রেণীকক্ষকে সগঙ্গোপাধ্যায়ের নামে নামকরণ করা হোক। যাতে করে কোমমতি শিশুরা শৈশব থেকেই  সুনীলের সম্পর্কে জানতে পারে। ‘

এয়ে কালউপজেলা নির্বাহী কর্মকর্তা আইসলাম বলেন, ‘আমরা প্রখ্যাত কসুনীলের নামে ৫ দিনব্যাপী মেলা সফল করতে কালনিসহ জেলার সকলের সহযোগিতা প্রত্যাশা কর।’

উপমহাদেশের প্রখ্যাত কও সাত্যিক সগঙ্গোপাধ্যায় ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের মাদারীপুর মহকুমার রাজৈরের আমগ্রামের মামা বাতে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক বাতৎকালীন মাদারীপুর মহকুমার কালনির পূর্ব মাইজপাড়া গ্রামে। যা বর্তমানে মাদারীপুর জেলার কালউপজেলার ডাসার থানার অর্ন্তগত কাজী বাকাই ইউনের পূর্ব মাইজপাড়া গ্রাম।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD