শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নে ট্রাক্টর ট্রলিতে বালু লোড করতে গিয়ে ট্রলি উল্টে চাপা পরে সমিনুর রহমান (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় ড্রাইভারসহ আরেক শ্রমিক আহত হয়। গতকাল রবিবার সকালে সাতমেড়া ইউনিয়নের জোতসাওদা এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত সমিনুর ওই এলাকার এজাবুল হকের ছেলে। আহতরা হলেন জোতসাওদা এলাকার পইসাঞ্জুর ছেলে ড্রাইভার সোহাগ এবং তহিদুলের ছেলে শ্রমিক সুজন। স্থানীয় সূত্রে জানা যায় একই এলাকার ড্রাইভার সোহাগ, শ্রমিক সুজন ও নিহত সমিনুর ট্রাক্টর ট্রলিতে উঠে করতোয়া নদীতে বালু লোড করতে যাচ্ছিল। এসময় ট্রক্টির ট্রলিটি রাস্তার মোড় ঘুরাতে গেলে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায় ট্রলিটি। এতে ঘটনাস্থলে নিহত হন সমিনুর। পরে স্থানীরা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে ডিউটিরত চিকিৎসক মঈন খন্দকার ড্রাইভার সোহাগকে গুরত্বর অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরন করেন। পঞ্চগড় সদর থানার এস আই একরাম আলী সমিনুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।