সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:৫৭ অপরাহ্ন
আপেল মাহমুদ, সাভার প্রতিনিধি : সাভার বাজার বাসষ্টান্ড এ নিউ মার্কেটের চারতলায় দিল্লি দরবার রেষ্টুরেন্ট এ মধ্যবৃত্ত থেকে নিম্নবৃত্ত সকল প্রকার মানুষ আসেন প্রিয় মানুষদের ভাল কিছু খাওয়ানোর জন্য,আসলেই কি মানসম্মত খাবার বিক্রি হয় এই দিল্লি দরবার নামক রেষ্টুরেন্টে? খাবার এর মূল্য অন্য রেষ্টুরেন্টের চেয়ে তুলনামূলক ভাবে অনেক বেশি ,বাহিরে ফিটফাট ভেতরে সদরঘাট,এই রেষ্টুরেন্টে খাবারের অর্ডার করলে বসে থাকতে হয় প্রায় এক ঘন্টা,খাবার অর্ডার করেন একটা খাবার দেয় আরেকটা,দিল্লি দরবারের অভিযোগ এর শেষ নাই, মাতৃছায়া পত্রিকার সাভার প্রতিনিধি দিল্লি দরবারের কিচেনের ছবি নিতে গেলে দ্বায়িত্বে থাকা কর্মকর্তা বাধা প্রদান করেন এবং তিনি বলেন উপরস্থ কর্মকর্তাদের অনুমতি ছাড়া আপনাদের ভেতরে ঢুকতে দেওয়া হবে না, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ভ্যাট অফিসের কিছু কর্মকর্তাদের নিয়ে ব্যাস্ত ছিলেন সেই কর্মকর্তা,রান্নাঘরের অবস্থা যদি ভালো হতো তাহলে ছবি তুলতে বাধা দেওয়ার কারন কি ? এখানে প্রশ্ন থেকে যায় তারা কি খাওয়াচ্ছে সাধারন মানুষকে?