মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে নিধি স্পেটিং ক্লাবের পক্ষ থেকে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে এ্যারাসল প্রদান

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে নিধি স্পেটিং ক্লাবের পক্ষ থেকে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে এ্যারাসল প্রদান

কেশবপুর  (যশোর) প্রতিনিধি : কেশবপুরে নিধি স্পেটিং ক্লাবের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে এ্যারাসল প্রদান করা হয়েছে। নিধি স্পেটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহার সভাপতিত্বে সোমবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসাবে ডেঙ্গু প্রতিরোধে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে এ্যারাসল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, নিধি স্পেটিং ক্লাবের সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ আবু সাঈদ, জাহাঙ্গীর কবীর মিন্টু, আব্দুল লতিফ প্রমুখ। উল্লেখ্য নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহা তার ব্যাক্তিগত তহবিল থেকে ইতিপূর্বে ফুটবল টুর্নামেন্ট-সহ সকল খেলার ভিডিও ধারণ, ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ, সেরা গোলদাতা-সহ বিভিন্ন প্রকার পুরস্কার প্রদান করেছেন। এছাড়া নিধি স্পেটিং ক্লাব সামাজিক বনায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, ক্রিড়া সামগ্রী বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ-সহ বিভিন্ন প্রকার সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD