রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
পদোন্নতি পেলেন বিসিএস ১৫ তম ব্যাচের ৪ কর্মকর্তা দুূর্নীতির প্রতিকার চাওয়ায় সাংবাদিক সুমনের নামে পাল্টা মামলা বেনাপোলে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত বাগাতিপাড়ায় কৃষক হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর আন্তর্জাতিক উপদেষ্টা জন মেগালান লোপেজ ইউএসএ বিদায়ী সংবর্ধনা  নাটোরের বাগাতিপাড়ায় শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড।  বেনাপোলে ফেন্সিডিলসহ ছাত্রলীগ নেতা মফিজ আটক বেনাপোলে গৃহবধুর রহস্যজনক মৃত্যু,স্বামী পলাতক বেনাপোলে কলেজ ছাত্র গুমের ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা নাভারনে ইয়ামাহা শোরুমের মালিক মাসুদের বিরুদ্ধে মানব পাচার এর অভিযোগ

সাতক্ষীরার তালায় শতশত বছরের পুরানো সরকারী পুকুর বে-দখল : পানি দুষনে পরিবেশ নষ্ট

সাতক্ষীরার তালায় শতশত বছরের পুরানো সরকারী পুকুর বে-দখল : পানি দুষনে পরিবেশ নষ্ট

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জেলা পরিষদের সরকারী  পুকুর পাড়ে’র খাস সম্পত্তি দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। ফলে অবৈধ দখলদারদের কবলে পড়ে ময়লা আবর্জানার স্তুপ হতে চলেছে শতশত বছরের পুরানো জেলা পরিষদের পুকুরটি। এককালে স্থানীয় মানুষের নিরাপদ খাবার পানির চাহিদা মেটাতে তালা বাজারের একেবারেই প্রানকেন্দ্রে তালা মৌজার ২ খতিয়ানের ১২৯ দাগের ১ একর ৪০ শতক জমির উপরে পুকুরটি খনন করেন কোন এক ধার্মিক ব্যক্তি। পরবর্তীতে  ডিষ্ট্রিক বোর্ড এই পুকুরটি রক্ষনাবেক্ষনের দায়িত্ব নেন। বর্তমানে একটি স্বার্থন্বেষী মহল পাকা দোকান-পাট সহ বহুতল ভবন নির্মান করে জবর দখল করে সংকীর্ণ করে ফেলেছে পুকুরটি। এ ছাড়া  ময়লা-আবর্জনা সহ গরু-ছাগল ও মানুষের মল-মুত্র পুকুরে ফেলার কারণে পানি সংকট দুর করার পরিবর্তে আজ দুর্গন্ধের কারখানায় পরিনত হয়েছে জেলা পরিষদের এই পুকুরটি। তবে পুকুরটি কত সালে খনন করা হয়েছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি।

তালার প্রবীন রাজনীতিক মীর জিল্লুর রহমান জানান, এককালে ধর্ম প্রচার করতে এসে কোন এক ধার্মিক ব্যক্তি স্থানীয় মানুষের খাবার পানির সংকট নিরসনে পুকুরটি খনন করেন। কিন্তু জবর দখল ও বর্জ-ময়লা ফেলার কারণে আজ চরম অস্তিত্ব সংকটের মুখে পড়েছে পুকুরটি।

সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য, সাংবাদিক মীর জাকির হোসেন জানান, অবৈধভাবে জবর দখলের ফলে  একদিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অপরদিকে পচা দুর্গন্ধে আশপাশের পরিবেশ দুষিত হচ্ছে।

সাতক্ষীরা জেলা পরিষদের মহিলা সদস্য,মাহফুজা সুলতানা রুবি জানান, জেলা পরিষদের জায়গায় অবৈধ ভাবে ৪৮টি পাকা দোকান ঘর ও  ১২টি পাকা বাড়ী নির্মান করেছে দখলদাররা। অনেকেই তা আবার  ভাড়া দিয়ে খাচ্ছে। কেউ কেউ আবার অবৈধ দখলীয় ঘর বিক্রি করেও দিয়েছে।

তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, ইতিপূর্বে জেলা পরিষদের অধীনে তালায় আরও দুটি মার্কেট হয়েছে, তাতে স্থানীয় ক্রেতা-বিক্রেতারা উপকৃত হচ্ছে। জেলা পরিষদের অত্র পুকুরটি ভরাট করে পরিকল্পিত ভাবে মার্কেট নির্মান করলে সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি তালা বাজারে  দৃষ্টিনন্দন পরিবেশ তৈরী হবে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD