মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ১১:১১ অপরাহ্ন
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে এগিয়ে রাখতে কোনো দ্বিধা নেই আফগানদের। আপত্তি নেই নিজেদের আন্ডারডগ মানতেও। তবে বাইরের হিসাব মাথায় নিয়ে তারা নামতে চায় না মাঠে। আফগানিস্তানের প্রধান নির্বাচক ও ভারপ্রাপ্ত কোচ অ্যান্ডি মোলস জানালেন, মাঠে ছেড়ে কথা বলবে না তার দল। বৃহস্পতিবার শুরু হচ্ছে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। টেস্ট পরিবারের নবীন দলটি বাংলাদেশের বিপক্ষে দীর্ঘ পরিসরের ম্যাচ খেলবে এই প্রথমবার। সীমিত ওভারের ক্রিকেটে গত কয়েক বছরে এই দুই দল হয়ে উঠেছে পরস্পরের প্রবল প্রতিপক্ষ। তবে মোলস ভালো করেই জানেন, দেশের মাটিতে গত কয়েক বছরে টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স দারুণ। বাংলাদেশের সামর্থ্যে তাই সমীহের কমতি নেই মোলসের। তবে যে ভয়ডরহীন মানসিকতা দিয়ে এর মধ্যেই বিশ্ব ক্রিকেটে নিজেদের ছাপ রেখেছে আফগানরা, সেটির প্রতিফলন পড়ল তাদের কোচের কণ্ঠে। “বাংলাদেশের দলের প্রতি আমাদের সমীহ প্রবল। তারা আমাদের ওপরের পর্যায়ে আছে। তবে আমরা ভীত নই। তাদেরকে শ্রদ্ধা করি আমরা। ঘরের মাঠে দীর্ঘদিন ধরে দারুণ ক্রিকেট খেলছে তারা। “আমরা অবশ্যই আন্ডারডগ। বিশ্বের শীর্ষ দলগুলির জন্যও বাংলাদেশে এসে খেলা কঠিন এখন। আমাদের তাই কোনো সংশয়ই নেই যে আমাদের স্কিলের কঠিন পরীক্ষা হবে এখানে। তবে আমরা যদি নিবেদন ও মনোযোগ দেখাতে পারি, আমরা বিশেষ কিছু করতে সক্ষম।” দেশের মাটিতে গত তিন বছরে স্পিন সহায়ক উইকেট বানিয়ে টেস্টে দারুণ সব সাফল্য পেয়েছে বাংলাদেশ। এবার যদিও গত কিছুদিনে বিসিবি কর্তারা ইঙ্গিত দিয়েছেন পেস সহায়ক উইকেট বানানোর। তবে আফগান কোচ জানালেন, স্পিনারদের বড় ভূমিকা না দেখলেই তিনি অবাক হবেন। “গত কিছু টেস্টে ওদের একাদশ দেখেছি আমি। ঘরের মাঠের সুবিধা একেই বলে। ওরা শক্তিশালী স্পিন আক্রমণ নিয়ে মাঠে না নামলে আমি খুবই বিস্মিত হব। আমাদের স্পিন আক্রমণও বেশ ভালো।”