রবিবার, ০৪ Jun ২০২৩, ০৪:৪০ অপরাহ্ন
এখন থেকে নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। বিভিন্ন অডিও কোম্পানির পাশাপাশি নিজের চ্যানেলেও কিছু গান প্রকাশ করেছেন এ শিল্পী। কিন্তু এখন থেকে নির্দিষ্ট সময় পর পর নিয়মিত এখানে গান প্রকাশ করবেন তিনি। লিজা বলেন, আমি প্রায় এক মাসের সফর শেষে দেশে ফিরেছি। পরিকল্পনা করেছি নিজের চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করার। সেই লক্ষ্যে এখন কাজ করে যাচ্ছি।