শুক্রবার, ০২ Jun ২০২৩, ১২:৪০ পূর্বাহ্ন

আপডেট
*** যে কোন ধরনের ওয়েবসাইট তৈরির  জন্য আজই যোগাযোগ করুন  - 09638117711  ***  ভিজিট করুন - www.popularhostbd.com  ***
সংবাদ শিরোনাম :
যশোরের সমাবেশে পতাকাবাঁধা বাঁশ হাতে বিএনপির নেতা কর্মীরা বেনাপোলে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসাবে মফিজুর রহমান সজনের আত্মপ্রকাশ বেনাপোল স্থলবন্দরের শেড ইনচার্জ ও টেন্ডেলের দৌরাত্বে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ বেনাপোল ইউনিয়ন পরিষদ নির্বাচন নেই ১২ বছর নির্বাচন চাই এলাকাবাসি আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচন ঘীরে সম্ভাব্য মেয়র প্রার্থীদের প্রচারনা শুরু বেনাপোলে শরিক ফাঁকির পায়তারায় বিল্ডিং ঝুঁকিপূর্ণ বলে অপপ্রচার! নাভারন হাইওয়ের সার্জেন্ট রফিকের চাঁদাবাজির খবর প্রকাশিত হওয়ায় দোঁড়ঝাপ শুরু। বেনাপোলে পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা সহ আটক-৩ বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা সহ আটক-১ বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে স্কুলের চুরি যাওয়া মালামাল উদ্ধার সহ চোর আটক

আগামী সপ্তাহে আসাম যাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে আসাম যাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশের পর উদ্ভূত পরিস্থিতিতে আগামি সপ্তাহে রাজ্যটি সফরে যাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপি’র সভাপতি অমিত শাহ। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি নিয়ে গঠিত কাউন্সিলের (এনইসি) সভায় যোগ দিতে এই সফর করবেন তিনি। তবে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ৮ ও ৯ সেপ্টেম্বরের এই সফরে এনআরসি প্রকাশের পর সৃষ্ট পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি।৩১ আগস্ট স্থানীয় সময় সকাল দশটায় অনলাইনে ও এনআরসি সেবাকেন্দ্রে প্রকাশিত হয় আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি)। এ থেকে বাদ পড়েছেন রাজ্যের প্রায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ। বাদ পড়া ব্যক্তিরা ফরেনার্স ট্রাইব্যুনালে আপিলের সুযোগ পেলেও তাদের মধ্যে জেঁকে বসেছে বিদেশি ঘোষিত হওয়ার শঙ্কা। রাজ্যের বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী এই তালিকা থেকে বাদ পড়ায় এনআরসি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে রাজ্য বিজেপিও। বিভিন্ন দলের আইনপ্রণেতারাও অভিযোগ তুলেছে বহু প্রকৃত ভারতীয় নাগরিক তালিকা থেকে বাদ পড়েছে।এমন পরিস্থিতিতে অমিত শাহের আসাম সফর বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করা হচ্ছে। তিন মাস আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আসামে এটি হবে তার প্রথম সফর। এনইসি সভায় যোগ দেওয়ার পাশাপাশি বিজেপি সভাপতি অমিত শাহ আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালসহ রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজ্য বিজেপি নেতৃবৃন্দের সঙ্গে পৃথক বৈঠক করবেন।প্রসঙ্গত, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আটটি রাজ্য নিয়ে গঠিত হয়েছে এনইসি বা নর্থ ইস্টার্ন কাউন্সিল। ১৯৭১ সালে নর্থ ইস্টার্ন কাউন্সিল আইনের অধীনে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরাকে নিয়ে এই কাউন্সিল গঠিত হয়। এই ভারসাম্যপূর্ণ ও সমন্বিত উন্নয়ন পরিচালনা করাই এই কাউন্সিলের উদ্দেশ্য। পরে ২০০২ সালে আইনে সংশোধনী এনে অষ্টম রাজ্য হিসেবে সিকিমকে কাউন্সিলের অন্তর্ভুক্ত করা হয়।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD