শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫০ অপরাহ্ন
শেষ বিকেলের আলোয় নিজ বাড়ির ছাদে খেলা করছিলে শিশু জোবায়ের হোসেন আয়াত (৭)। কে জানতো নিরাপদ সে আঙ্গিনায় জমদূত হয়েছিল একটি বিদ্যুতের ছেড়া তার। দুরন্তপনার ফাঁকে সেই তারে জড়িয়ে মুহূর্তে নাই হয়ে গেল মা-বাবার আদরের আয়াত।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উপজেলার পশ্চিমচাল এলাকার জাফর মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আয়াত আনোয়ারা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশনে’র সভাপতি আলী নুর জেমসের একমাত্র সন্তান।
জানা গেছে, বাড়ির ছাদে খেলাধুলা আর ছোটাছুটিতে কাটে আয়াতের প্রতিদিনের বিকেল। আজও সন্ধ্যা ৬টায় বাড়ির ছাদে খেলতে গেলে গাছের সাথে জড়ানো বিদ্যুতের কভারবিহীন তারে লেগে মারাত্মক আহত হয় আয়াত। আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাত সাড়ে ১০টায় দক্ষিণ বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা।