বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৪:১৩ পূর্বাহ্ন

আপডেট
*** যে কোন ধরনের ওয়েবসাইট তৈরির  জন্য আজই যোগাযোগ করুন  - 01646990850  ***  ভিজিট করুন - www.popularhostbd.com  ***
সংবাদ শিরোনাম :
কাশিমপুর মডেল প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা; সভাপতি হাসান ও সম্পাদক মারুফ হোসেন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত  জমকালো আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক” সকালের সময় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শার্শায় সরকারি চাকরীর প্রলোভন দেখিয়ে ক্রিড়া শিক্ষক মিজানের প্রতারণা জয় বাংলা থেকে বাংলাদেশ/সেলিম রেজা/ প্রতিষ্ঠাতা সভাপতি : বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য কেন্দ্র।  বেনাপোলে ৩ সিএন্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত যশোরে এক দফা দাবিতে বিএনপির পদযাত্রায় শার্শার নেতাকর্মীদের ঢল বেনাপোলে ট্রাক সিরিয়াল সিন্ডিগেটের মাধ্যমে মাসে কোটি টাকার চাঁদাবাজি! আদালতে মামলা করায় বাদীকে প্রাননাশের হুমকী ও সম্পত্তি জবরদখলের অভিযোগ বেনাপোলে ক্ষমতার দাপটে সাবেক চেয়ারম্যানের মাতলামী! শীক্ষার্থীরা আতঙ্কে

থানায় জিডি করলেন শবনম ফারিয়া

থানায় জিডি করলেন শবনম ফারিয়া

অভিনেত্রী শবনম ফারিয়া নিরাপত্তার কারণে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গতকাল পল্টন থানায় তিনি এটি করেন। এতে মেহেদী হাসান ফরহাদ নামে একজনকে অভিযুক্ত করা হয়েছে। জানা যায়, ‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতায় বিচারক হিসেবে কাজ করার রেশ ধরেই সামাজিকমাধ্যমে তাকে নিয়মিত হুমকি দিয়ে আসছিল বেশ কয়েকজন। চারদিন আগে এ অনুষ্ঠানের কিছু ছবি ও ফুটেজ মেহেদী হাসান ফরহাদ (ফ্রেন্ডস ফর লাইফ) নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। সঙ্গে যুক্ত করা হয় ফারিয়ার ব্যক্তিগত ফোন নম্বরটিও। এরপর থেকে অনবরত বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন আসতে থাকে। এ ছাড়া ওই ব্যক্তির ফেসবুক আইডি থেকে তার নামে মিথ্যাচার করা হচ্ছে বলেও ফারিয়া অভিযোগ করেন। জিডির তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল বলেন, ‘শবনম ফারিয়ার দায়ের করা জিডির বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। ফারিয়ার ঘনিষ্ঠজনরা জানান, বিভিন্ন হুমকি ও বাজে মন্তব্যের কারণে ফারিয়া তার ফেসবুক আইডি বন্ধ করে রেখেছেন। এমনকি ফোনও এখন রিসিভ করতে পারছেন না। পুরো বিষয়টিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে গতকাল দুপুরে ফারিয়াবলেন, ‘জিডি ছাড়াও সাইবার ক্রাইম ইউনিটের সঙ্গে আমি যোগাযোগ করেছি। অভিযুক্ত ব্যক্তিকে সনাক্ত করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে প্রশাসন কাজ করছে। উল্লেখ্য, ‘কে হবেন মাসুদ রানা’ আয়োজনের বিচারক হিসেবে কাজ করছেন বেশ কয়েকজন নির্মাতা ও শিল্পী। তাদের মধ্যে নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির মন্তব্য ও আচরণ বেশি সমালোচিত হয়। এছাড়াও সমালোচিত হন সাফায়েত মনসুর রানা ও শবনম ফারিয়া।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD