বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
অবসর ভেঙে বিশ্বকাপে ফিরতে চান না নারাইন এ মৌসুমে আর মাঠে নামা হচ্ছেনা বার্সেলোনার ডি জংয়ের ইবিতে বিবস্ত্র করে র‍্যাগিংয়ের ঘটনায় সত্যতা পেয়েছে তদন্ত কমিটি, শাস্তির সুপারিশ ইবিতে ভর্তি পরীক্ষা দেবে ১৫ হাজারের বেশি শিক্ষার্থী চমক নিয়ে আসছে ‘পুষ্পা-২’ আজ সত্যজিতের প্রয়াণ দিবস বেসিসের জন্য স্থায়ী ঠিকানা গড়ে তুলবো: মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতার এশিয়া প্যাসিফিক পর্বে তৃতীয় রুয়েট ইউপি চেয়ারম্যানরা পদে থেকেই উপজেলা নির্বাচন করতে পারবেন পুলিশ কেবল আইন-শৃঙ্খলা রক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকে না, মানবিকতায়ও নজির স্থাপন করেছে: ডিএমপি কমিশনার

থানায় জিডি করলেন শবনম ফারিয়া

থানায় জিডি করলেন শবনম ফারিয়া

অভিনেত্রী শবনম ফারিয়া নিরাপত্তার কারণে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গতকাল পল্টন থানায় তিনি এটি করেন। এতে মেহেদী হাসান ফরহাদ নামে একজনকে অভিযুক্ত করা হয়েছে। জানা যায়, ‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতায় বিচারক হিসেবে কাজ করার রেশ ধরেই সামাজিকমাধ্যমে তাকে নিয়মিত হুমকি দিয়ে আসছিল বেশ কয়েকজন। চারদিন আগে এ অনুষ্ঠানের কিছু ছবি ও ফুটেজ মেহেদী হাসান ফরহাদ (ফ্রেন্ডস ফর লাইফ) নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। সঙ্গে যুক্ত করা হয় ফারিয়ার ব্যক্তিগত ফোন নম্বরটিও। এরপর থেকে অনবরত বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন আসতে থাকে। এ ছাড়া ওই ব্যক্তির ফেসবুক আইডি থেকে তার নামে মিথ্যাচার করা হচ্ছে বলেও ফারিয়া অভিযোগ করেন। জিডির তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল বলেন, ‘শবনম ফারিয়ার দায়ের করা জিডির বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। ফারিয়ার ঘনিষ্ঠজনরা জানান, বিভিন্ন হুমকি ও বাজে মন্তব্যের কারণে ফারিয়া তার ফেসবুক আইডি বন্ধ করে রেখেছেন। এমনকি ফোনও এখন রিসিভ করতে পারছেন না। পুরো বিষয়টিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে গতকাল দুপুরে ফারিয়াবলেন, ‘জিডি ছাড়াও সাইবার ক্রাইম ইউনিটের সঙ্গে আমি যোগাযোগ করেছি। অভিযুক্ত ব্যক্তিকে সনাক্ত করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে প্রশাসন কাজ করছে। উল্লেখ্য, ‘কে হবেন মাসুদ রানা’ আয়োজনের বিচারক হিসেবে কাজ করছেন বেশ কয়েকজন নির্মাতা ও শিল্পী। তাদের মধ্যে নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির মন্তব্য ও আচরণ বেশি সমালোচিত হয়। এছাড়াও সমালোচিত হন সাফায়েত মনসুর রানা ও শবনম ফারিয়া।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD