সোমবার, ২৯ মে ২০২৩, ১০:৩০ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে স্বামী ও তার পরিবারের হয়রানী, নির্যাতন ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গৃহবধু উম্মে মুসলিমা মুক্তা। আজ দুপুরে তিনি নিরাপত্তা ও বিচারের দাবিতে কালিয়াকৈর প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।এসময় উপস্থিত ছিলেন, মুক্তার মা ফেরদৌসী বেগম লতাসহ তার স্বজনরা।
সংবাদ সম্মেলনে মুক্তা বলেন, প্রায় তিন বছর আগে পারিবারিক ভাবে গাজীপুর জেলা বিএনপির যুবদলের সহ-সভাপতি শেখ সাব্বির আহম্মেদ কছিম সাথে বিয়ে হয়। এরপরই যৌতুকের দাবিতে মুক্তার উপর অমানবিক অত্যাচার শুরু করে পাষন্ড স্বামী । পর্যায়ক্রমে তিনি বাবার বাড়ি থেকে তাকে ২০ লাখ টাকা এনে দেয়। আরও ৫ লাখ টাকা যৌতুক দাবি করে স্বামী কছিম, শেখ কামরুজ্জামান, কুমুর উদ্দিন ও বোন মোমেনা। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সবাই মিলে মুক্তাকে বেধম মারধর করে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।পরে দেবর কুমুর উদ্দিনকে পুলিশ গেফতার করে জেলহাজতে পেরন করে।জামিনে এসে দেবর কুমুর উদ্দিন ও স্বামীসহ পরিবারের লোকজন মুক্তা কে প্রাণ নাশের হুমকি দেয়।