সোমবার, ২৯ মে ২০২৩, ১০:১০ অপরাহ্ন
বর্তমান সময়ের ছোট পর্দার প্রিয় মুখ সালস্নাহ খানম নাদিয়া। একটি টেলিকম অপারেটর কোম্পানির বিজ্ঞাপনের মডেল হয়ে মিডিয়া জগতে আসেন। দিনকে দিন এ অভিনেত্রীর ব্যস্ততা আরও বাড়ছে। গেল ঈদেও তাকে বেশ কয়েকটি উলেস্নখযোগ্য নাটকে দেখা গেছে। সেই ধারাবাহিকতায় এবার কাজ করছেন জাকিউল ইসলাম রিপনের ‘আবার নতুন করে’ নাটকে। শফিকুর রহমান শান্তনুর রচনায় এ নাটকে নাদিয়ার বিপরীতে দেখা যাবে ইরফান সাজ্জাদকে। এই নাট্যকারের আরেক নাটক ‘তুমি কি একদিন আসতে পারো’তেও অভিনয় করছেন তিনি। এতেও দেখা যাবে নাদিয়ার বিপরীতে ইরফান সাজ্জাদকে। এ বিষয়ে নাদিয়া বলেন, ‘এবার ঈদেরর পরপরই কাজে হাত দিয়েছি। আগেই সিডিউল দেয়া নাটকগুলোর কাজ আগেভাগেই শুরু করে দিয়েছি। ইতোমধ্যে তিনটি নাটকের কাজ সম্পন্ন হয়েছে। সর্বশেষ অঞ্জন আইচের ‘গল্প ও নন্দিনী’ নামের নাটকের কাজ শেষ করলাম। এদিকে এ অভিনেত্রীর হাতে রয়েছে আরও বেশকিছু নাটকের কাজ। নাটকের বাইরেও তিনি বিভিন্ন মিউজিক ভিডিও ও স্বল্প দৈর্ঘ্যরে চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। কিছুদিন আগে তার একটি মিউজিক ভিডিও অন্তর্জালে মুক্তি পেয়েছে বলেও জানান এ অভিনেত্রী। মুক্তির অপেক্ষায় আছে আরও একটি মিউজিক ভিডিও। খুব শিগগিরই মুক্তি পাবে এটি। এদিকে বর্তমান সময়ের টিভি নাটক নিয়ে নাদিয়া বলেন, ‘একটি বিষয় মনে রাখতে হবে, অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমাদের কাজ করতে হয়। তার পরেও বর্তমান টিভি নাটকের দর্শক আকাশচুম্বী। অনলাইন পস্নাটফর্মে তাকালেই বোঝা যায় একেকটি নাটকের ভিউ কেমন হচ্ছে। আগে টিভিতে নাটক প্রচারিত হলে বোঝার উপায় ছিল না কতজন দেখছে। এখন সেই সুযোগ আছে। আর ভালো নাটক তৈরি না হলে মানুষ দেখতো না। আমার মতে টিভি নাটকের অবস্থান অনেক ভালো।’ তবে ধারাবাহিক নাটকের তুলনায় এক পর্বের নাটকের প্রতি এ অভিনেত্রীর বেশি ঝোঁক বলেও জানান।