সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:৩৮ অপরাহ্ন
নীলফামারী প্রতিনিধি : নীলফামারী ডোমার উপজেলার মেলা পাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রাবেয়া বেগমের বিরুদ্ধে সরকারী বরাদ্দকৃত টাকা আত্মসাৎ ও ২০জন গরিব ছাত্র/ছাত্রীকে বহিষ্কারের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের সংস্কার কাজের ২লক্ষ টাকা, স্লিপের ৫০হাজার টাকা ও প্রাকের ১০ হাজার টাকা মোট বরাদ্দকৃত ২ লক্ষ ৬০ হাজার টাকার মধ্যে ৬০-৭০ হাজার টাকার কাজ করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছে। প্রতিবেদক ভাউচার চাইলে প্রধান শিক্ষক মোছাঃ রাবেয়া বেগম ভাউচার দেখাতে অক্ষম। নাম মাত্র কাজ করে সম্পূর্ন টাকা আত্মসাত করেছে মর্মে সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা অভিযোগ করেন।সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের সংস্কার কাজের টাকা, স্লিপের টাকা ও প্রাকের টাকার নামেমাত্র কাজ করে সম্পূর্ণ টাকা প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি আত্মসাৎ করে নেয়। বিদ্যালয়ের সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা বলেন, ২৮/৮/১৯ ইং তারিখে আমরা কপিতয় এস,এম,সি সদস্য বিদ্যালয়ের মেরামত কাজের হিসাব নিকাশ চাইতে গেলে তিনি ধমক দিয়ে কথা বলেন এবং আমাদের সাথে রুঢ় আচরণ করেন, তিনি বলেন যে, আপনাদের ভাগের টাকা, আমার কাছে জমা আছে। আগে রেজুলেশনে সহি সাক্ষর করেন তার পর টাকা দিব এবং ভাউচার দেখাব, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক অফিস কক্ষে ভাগাভাগির কথা বলেন এবং তার বক্তব্য সংরক্ষণ করা আছে। তা ছাড়া প্রধান শিক্ষক বিদ্যালয়ের অনেক ভর্তিকৃত দরিদ্র শিশুর নাম কেটে দিয়ে তার মেয়ে ডোমারে নিকটতম বিদ্যালয়ে পড়ে, আদৌ এই বিদ্যালয়ে কোন দিন আসেনি। অথচ তার মেয়ে জানুয়ারী/২০১৯ অদ্য বধি বিদ্যালয়ের ছাত্র হাজিরা খাতায় উপস্থিত দেখায় এবং উপ বৃত্তির টাকা উত্তোলন করেন, প্রধান শিক্ষকের উক্ত মেরামত কাজের বরাদ্দকৃত টাকা অনিয়ম এবং উপবৃত্তির টাকা অনিয়ম ভাবে উত্তোলন তদন্ত করার যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল পাশা বলেন, প্রধান শিক্ষককে অভিযোগ করেছি, ২০ থেকে ২২জন হতদরিদ্র এলাকায় শিক্ষার্থীদের বহিস্কার করলে আমাদের স্কুল কি ভাবে চলবে। প্রধান শিক্ষক বলেন, উদ্ধত্তন কর্মকর্তার নির্দেশে বহিষ্কার করেছি, এ বিষয়টি আমি বুঝবো। প্রাক শিক্ষক মোছাঃ নাজমা খাতুন বলেন, নিচের চট, প্লাস্টিকের খেলনা সামগ্রী ৫ হাজার টাকা ক্রয় করে বাকী টাকা প্রধান শিক্ষক হাতে রেখেছেন।