মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

গোবিন্দগঞ্জে প্রেমিক প্রেমিকাকে ছেড়ে দিয়েছে থানা পুলিশ

গোবিন্দগঞ্জে প্রেমিক প্রেমিকাকে ছেড়ে দিয়েছে থানা পুলিশ

 গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রেমিক প্রেমিকাকে মার্কেট থেকে পুলিশ আটক করে থানায় নিয়ে যেয়ে উভয় পরিবারের সমঝোতার ভিত্তিতে ছেড়ে দিয়েছে থানা পুলিশ। প্রেমিক বুলবুল মিয়া (১৪) গোবিন্দগঞ্জ বর্ধনকুঠি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আর প্রেমিকা বিউটি খাতুন (১৪) হলেন বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফতেউল্লাহপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে বিউটি খাতুন (১৪) ও পৌর শহরের থানা আদর্শ পাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে বুল বুল মিয়া একই সাথে প্রাইভেট পড়তেন গোবিন্দগঞ্জ পৌর শহরে। এ কারনে উভয়ের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে গত ৮ সেপ্টেম্বর তারা স্কুল ফাঁকি দিয়ে হাইস্কুল মার্কেটে আড্ডা দিচ্ছিল। তাদের চলাফেরায় সন্দেহ হলে মার্কেট ব্যবসায়ীরা থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশের এসআই আসাদ উভয়ইকে মার্কেট থেকে আটক করে থানায় নিয়ে যায়। পরে থানার ওসি তদন্ত আফজাল হোসেন উভয় পরিবারকে থানায় ডেকে নিয়ে অভিভাবকের হাতে তাদের তুলে দেন বলে থানা সুত্রে জানা গেছে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD