সাভার প্রতিনিধি : ঢাকা আরিচা মহাসড়ক এর অর্ধেক দখল করে ব্যবসা পরিচালনা করে আসছে অগ্রদুত বাস সার্ভিস,রেডিও কলোনী বাস ষ্ট্যান্ড থেকে সাভার বাজার বাস ষ্ট্যান্ড পর্যন্ত সাধারন জনগন কে এই সমস্যার মুখোমুখি হতে হয় প্রতিদিন,দেখার কেউ নাই,সবাই নিরব, নিরব না হয়েই উপায় কি? প্রতিবাদ করলে নিজের সম্মান ই নষ্ট হবে,সবাই কষ্ট করে চলাফেরা করেন,নিজের কর্মস্থলে পৌছাতে প্রতিদিনই দেরী হয়,কিন্তু ভয়ে কেউ প্রতিবাদ করে না,প্রশাসন যেখানে দেখে ও না দেখার ভান করে থাকেন ,সেখানে সাধারন জনগনের কি করার থাকতে পারে,এতো ক্ষমতাশালী কারা সরকারী রাস্তা অর্ধেক নিজেদের দখলে নিয়ে ব্যবসা করছে সবার চোখের সামনে,প্রশাসন চুপ কেন,এই দৃশ্য কি প্রশাসনের চোখে পড়ে না ?আমরা কি স্বাধীন দেশে বসবাস করি? এই কি আমাদের স্বাধীনতা? সাধারন জনগনেরএই প্রশ্নের জবাব কার কাছে আছে.কে দিবে এই প্রশ্নের জবাব?