গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৪ কোটি ২৮ লাখ টাকা ব্যায়ে রাস্তা সংস্করণ কাজের উদ্বোধণ করেন পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধিনে বাংলাদেশ সরকার ও আইডিএ অর্থায়নে এমজিএসপি প্রকল্পের ২০১৮-১৯ এর আওতায় গত ১৪ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে গোবিন্দগঞ্জ পৌরসভার পশ্চিম চারমাথা থেকে বালেমারী ব্রিজ পর্যন্ত ১১ শ’ মিটার রাস্তা সংস্করণ কাজের উদ্বোধণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলার মারুফা বেগম, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলার মোকলেছুর রহমান, পৌরসভার প্রকৌশলী আব্দুল্ল্যাহ আল মামুন সহ অত্র এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।