মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যতœ প্রকল্পে গরীব অসহায় নারী বাদ দিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে অধিকাংশ সাবলম্বিদের তালিকাভুক্ত করণের সহিত জড়িত জনপ্রতিনিধি উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ঠ এনজিও কর্মকর্তাদের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১ টায় গোবিন্দগঞ্জ থানা চার মাথায় বঞ্চিত সচেতন এলাকাবাসীর আয়োজনে উক্ত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক এমএ মতিন মোল্লা, বাসদ উপজেলা শাখার আহবায়ক রফিকুল ইসলাম, যতœ প্রকল্প থেকে বঞ্চিত নারী গোলাপী বেগম, আলেয়া বেগম ও শাহজাদী বেগম।