ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর খেলার মাঠে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ফাইনাল খেলায় শুক্রবার ফুলপুর পৌরসভা দল রহিমগঞ্জ ইউনিয়ন দলকে ৫-০ গোলে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ইউএনও মোঃ সাইফুল ইসলাম, মেয়র আমিনুল হক, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরকার, ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আহমেদ, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর, এসআই সুমন প্রমুখ। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়নদের পরবর্তী খেলা ১৮ সেপ্টেম্বরে ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।