বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:৩৯ অপরাহ্ন
আগামীকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তিতে ‘খ’ ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ ব্যাপারে আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলা অনুষদভুক্ত খ-ইউনিটের ফল রবিবার দুপুর ১টায় প্রকাশ হবে।
এতে আরো জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভর্তি অফিসে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাবি ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
জানা গেছে, এ বছর এই ইউনিটে ভর্তির জন্য দুই হাজার ৩৭৮টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৪৫ হাজার ১৮ জন