প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাইয়াগঞ্জে নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ অক্টোবর (শুক্রবার) বিকেলে এ নৌকা বাইচ খেলার উদ্বোধণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুকিতুর রহমান রাফি, গুমানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জগলুল রশিদ রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাপমারা ইউনিয়নের চেয়ারম্যান শাকিল আহম্মেদ বুল বুল, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলার শাহিন আকন্দ, গুমানীগঞ্জ ইউ’পি সদস্য আব্দুর রশিদ প্রমূখ।। উক্ত খেলার ধারাভাষ্যকর ছিলেন রবিউল ইসলাম।