গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের তালতলা খেলার মাঠে গত ১১ অক্টোবর (শুক্রবার) বিকেল ৪ টার দিকে হামিদপুর ন্যাশনাল লাইব্রেরীর উদ্যোগে টিসিএল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২০১৯ উপলক্ষে পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস ছাত্তার মিলন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী। সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইব্রেরীর সভাপতি আমিনুল ইসলাম তুষার।