ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বোবড়া গ্রামের কৃষক আবেদ হোসেনকে মানবতা বিরোধী বা যুদ্ধপরাধী মামলায় জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবেদ হোসেনের ছোট ভাই একরাম হোসেন।
তিনি তার লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন জমি-জমা সংক্রান্ত মামলার জের হিসেবে সাবেক ইউপি চেয়াম্যান সাহাবুদ্দীন আহম্মেদ ও তার বড় ভাই সালাউদ্দীন আহম্মেদ ষড়যন্ত্র মুলক তার বাড়ীর কাজের লোক নূরুল হককে দিয়ে আবেদ হোসেনের বিরুদ্ধে মানবতা বিরোধী অভিযোগ এনে সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের করেন। একরামুল হোসেন আরো বলেন মুক্তিযুদ্ধের সময় আবেদ হোসেনের বয়স ছিল ১২ বছর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বড়পলাশবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠ প্রমুখ।
আওয়ামীলীগ মনোনিত নির্বাচিত চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন যে আবেদ হোসেনকে মানবতা বিরোধী বা যুদ্ধপরাধী মামলায় জড়ানো হয়েছে সেটা মিথ্যা এবং ভিত্তিহীন। এই মামলার যারা স্বাক্ষী মুক্তিযুদ্ধকালীন সময়ে তারা ছিল শিশু। জমি-জমাকে কেন্দ্র করে এ মামলা করা হয়েছে। এ মামলার নিরপেক্ষ তদন্ত করলে আসল রহস্য বের হয়ে আসবে বলে জানান তিনি। উল্লেখ্য, ২০১৯ সালের মার্চ মাসে নুরুল হক ওরফে গাঠি আবেদ হোসেনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে দায়ের করা মামলায় আবেদ হোসেনকে জেলা হাজতে আটক রাখা হয়েছে।