একদিকে যেমন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে তারই প্রতিকৃতি উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অন্যদিকে জিনপিংও মোদির হাতে তুলে দিয়েছেন তার প্রতিকৃতি। মোদি জিনপিংকে যে প্রতিকৃতি উপহার দিয়েছেন সেটি রেশমি সুতায় বোনা। আর মোদির প্রাপ্ত উপহারটি পোর্সেলিনের তৈরি।
শুধু তাই নয়, ছবির মুখ্য আকর্ষণ অর্থাৎ জিনপিংয়ের মুখাবয়ব ফুটিয়ে তুলতে কাজে লাগানো হয়েছিল ২৪০ হুক সমৃদ্ধ একটি বৈদ্যুতিক জ্যাকার্ড যন্ত্র। সঙ্গে ব্যবহার করা হয়েছে ডিজাইন পাঞ্চ কার্ড, যার সাহায্যে তাঁতিরা সুতার পুরো কাজ ফুটিয়ে তুলতে পেরেছেন।
তবে রেশমের এই অভিনব প্রতিকৃতি ছাড়াও ভারতে সফররত চীনা প্রেসিডেন্টকে আরও বেশ কিছু মূল্যবান উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। জিনপিংয়ের এই সাম্প্রতিক ভারত সফরে তার সামনে আগাগোড়াই দক্ষিণ ভারতীয় সংস্কৃতি এবং শিল্পকলাকে তুলে ধরার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।