প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৫, ৭:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০১৯, ৫:৩৯ পি.এম
সেনাবাহিনীতে সংযোজিত অরলিকন রাডার কন্ট্রোল্ড গানের টেস্ট ফায়ারিং
বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের ধারায় নতুন সংযোজিত অরলিকন রাডার কন্ট্রোল্ড গানের টেস্ট ফায়ারিং অনুষ্ঠিত হয়েছে।
রোববার কক্সবাজারের নিদানিয়া এডি ফায়ারিং রেঞ্জে অ্যাডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ টেস্ট ফায়ারিং হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তি জানানো হয়, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফায়ারিং পরিদর্শন করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন সংযোজিত অস্ত্রের নিপুণতা এবং কার্যকারিতা প্রত্যক্ষ করে সন্তোষ প্রকাশ করেন তিনি।
আইএসপিআর জানায়, আধুনিক প্রযুক্তি সম্বলিত বিশ্বখ্যাত অরলিকন রাডার কন্ট্রোল্ড গান যুদ্ধ সরঞ্জামাদির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় আকাশ প্রতিরক্ষার অংশ হিসেবে বিমান বিধ্বংসী অস্ত্র সংযোজনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল।
Copyright © 2025 দৈনিক মাতৃছায়া. All rights reserved.