শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

তিনদিন পর রাজধানীতে স্বাভাবিক জনজীবন

তিনদিন পর রাজধানীতে স্বাভাবিক জনজীবন

বাসের ভেঁপু বাজছে। বাস কন্ডাক্টর উচ্চকণ্ঠে একনাগাড়ে ‘আসেন, জলদি আসেন, সায়েন্সল্যাব, ধানমন্ডি, কলাবাগান আসাদগেট, কল্যাণপুর, গাবতলী, মিরপুর’ বলে যাত্রীদের ডাকাডাকি করছিলেন। পাশ দিয়ে দ্রুতগতিতে হেঁটে চলেছেন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীরা। সিগন্যালে আটকেপড়া এক রিকশাচালক অস্থির হয়ে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলকে উদ্দেশ্য করে বলছিলেন, ‘মামা, অনেকক্ষণ তো হইলো, এবার সিগন্যালটা ছাড়েন।’ এ দৃশ্যপট আজ (সোমবার) সকাল ১০টায় রাজধানীর নিউমার্কেটের অদূরে নীলক্ষেত মোড়ের।

গত তিনদিন ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বিরূপ আবহাওয়ার কারণে রাজধানী ঢাকার লাখ লাখ বাসিন্দার স্বাভাবিক জীবনযাত্রা থমকে দাঁড়ায়। মেঘলা আকাশ ও দিনভর থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিতে রাজপথসহ বিভিন্ন সড়কে মানুষের উপস্থিতি ছিল তুলনামূলক কম। যানবাহনগুলোতেও যাত্রীসংখ্যা কমে আসে। খুব বেশি প্রয়োজন না হলে কেউ ঘরের বাইরেও বের হননি।

তবে আজ তিনদিন পর আগের মতোই নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়। সকাল থেকেই রাস্তাঘাটে যানবাহন ও মানুষের উপস্থিতি বেশ চোখে পড়ে। তিনদিন পর আজ সূর্য়ের দেখা মেলে।

এদিকে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা এখন আর নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদফতর।

অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশের দিকে ধেয়ে আসার সময় ৯ নভেম্বর থেকে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর এবং চট্টগ্রাম ৯ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদফতর। বুলবুল প্রবল শক্তি নিয়ে পশ্চিমবঙ্গ ও দেশের উপকূলে আঘাত হানার পর গভীর নিম্নচাপে পরিণত হয় রোববার (১০ নভেম্বর)।

এদিনই একপর্যায়ে নিম্নচাপে পরিণত হয়। তবে রোববার সন্ধ্যা পরবর্তী আবহাওয়ার পূর্বাভাসে, মোংলা, পায়রা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়। আজ (সোমবার) সকাল সাড়ে ৯টার দিকে সর্বশেষ আহওয়ার পরিস্থিতিতে সেটাও তুলে নেয়া হয়।

তবে আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD