সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
নারায়ণগঞ্জে আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মহানগর ও জেলা যুবলীগ যৌথভাবে সভাটির আয়োজন করে।
সোমবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন সংগঠনের নেতাকর্মীরা। পরে দুই নম্বর রেলগেটের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা শেষে আলোচনাসভায় যোগ দেন যুবলীগ নেতাকর্মীরা।
সভায় মহানগর যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাদাত হোসনে ভূঁইয়া সাজনু উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গড়তে যুবলীগ নেতাকর্মীরা সবসময়ই কাজ করে যাবেন।
আলোচনাসভায় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা এহসানুল হক নিপু, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, যুবলীগ নেতা জানে আলম বিপ্লব, আবু মোহাম্মদ শরীফুল হক, ইমন, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন জুয়েল, নারায়ণগঞ্জ সিটির ১১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদ, ১২ নং ওয়ার্ড যুবলীগের সেলিম, ১৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন প্রমুখ।