রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেয়া হবে : রেলমন্ত্রী

নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেয়া হবে : রেলমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার  কসবায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেয়া হবে। মঙ্গলবার সকালে ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ ঘোষণা দেন।

মন্ত্রী আরো জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। কেন এ দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ‌্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব‌্যবস্থা নেয়া হবে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে কসবা উপজেলার মন্দবাগ নামক স্থানে তুর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস নামে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD