সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়ন শাখা ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে গোবিন্দগঞ্জ আসনের সাংসদ আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানকে গণসংবর্ধনা।
১৬ নভেম্বর (শনিবার) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোচাশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডলের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদের সহধর্মিণী নারগিছ সুলতানা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, যুগ্ন সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরে আলম ছিদ্দিক, দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খানুন, জেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ সভাপতি আলতামাসুল ইসলাম শিল্পী, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কোচাশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম তালুকদার (বাদশা), কামারদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই তালুকদার, কোচাশহর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রাজু সরকার ও শাকিব খাঁন লেবু প্রমূখ। এ ছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। সংবর্ধিত অতিথি দ্বয়কে কোচারশহর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করে।