রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন
ফিরে এলেন প্রীতি জিনতা। কোনও বলিউড ছবিতে নয়, তিনি ফিরলেন আমেরিকান শো ‘ ফ্রেশ অফ দ্য বোট’। আগামী কোনও এপিসোডে তাকে দেখা যাবে অতিথি শিল্পী হিসেবে। সেই এপিসোড-এর শুটিংও শুরু হয়ে গিয়েছে।
তার এই নতুন প্রজেক্ট তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আবার শুরু করা গেল। লোকেশনে পৌঁছে গিয়েছি ফ্রেশ অফ দ্য বোট-এর শুটিংয়ে। প্রথম দিনের কাজ শেষ করলাম। এখনও বেঁচে আছি এটা ভাগ্য। তবে এখন আর ভয়ে কাঁপছি না। এই ছবিটা দেখলেই বুঝবেন। পরিবেশ এবং পরিস্থিতি বদলে গেলেই একদম নবাগত হয়ে পড়ি আমরা। ভালো লাগছে আর সবটাই নিয়েও নিচ্ছি।’ এই লেখার পাশাপাশি তিনি পোস্ট করেছেন মেকআপ রুমে বসে একটি মিরর সেলফি।
নব্বই দশকের প্রেক্ষাপটে এক হিপ হপ প্রেমী টিনেজার এডি হুয়াং- র গপ্পো, যে ঘটনাচক্রে অরল্যান্দোর জীবন যাপনের সঙ্গে মানিয়ে নিচ্ছে। এই মুহূর্তে ‘ফ্রেশ অফ দ্য বোট ‘ চলছে ষষ্ঠ সিজনে। প্রীতির সঙ্গে এই সিরিজে অভিনয় করছেন ভারতীয় কমেডিয়ান বীর দাস।