সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি,গাইবান্ধা: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে বুধবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধর প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ, বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী ঢাকা থেকে মোবাইল ফোনে বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার ও যুগ্ম সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডুর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু,সংসদ সদস্যের সমন্বয়কারী আব্দুল্লা আল-হাসান চৌধুরী লিটন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ, সাংগঠনিক সম্পাদক কোচাশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, সাধারণ সম্পাদক কেএম জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সদস্য চঞ্চল সরকার ও আমিরুল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, উপজেলা তাঁতীলীগের সভাপতি শফিকুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহব্বয়ক রাজু সরকার ও ফরহাদ আলী, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান জয় প্রমুখ। শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌর এলাকার বিপুল সংখ্যক যুবলীগ নেতা-কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।