মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

জমে উঠেছে পিরোজপুর পৌরসভার কাউন্সিলার নির্বাচন

জমে উঠেছে পিরোজপুর পৌরসভার কাউন্সিলার নির্বাচন

গাজী এনামুল হক পিরোজপুর জেলা প্রতিনিধি ঃ-  পিরোজপুর পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রতিক নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ হাবিবুর রহমান মালেক নির্বাচিত হওয়ার পর সকলের দৃষ্টি এখন পিরোজপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনের দিকে। পিরোজপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩০জন প্রার্থী কাউন্সিলর (পুর¤œষ) পদে ও ৮জন সংরÍিগত (মহিলা) ওয়ার্ডের জন্য কাউন্সিলার পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে২নং ওয়ার্ড কাউন্সিলর আবু সিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ওয়ার্ডের প্রার্থীগণ ভোটের জন্য বিভিন্ন জায়গায় প্রচার, প্রচারনা চালাচ্ছেন। এমনকি প্রার্থীদের লোকজন বিশেষ করে পুর¤œষদের পাশাপাশি মহিলারাও বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীদের পÍেগ ভোটের জন্য প্রচারনা চালাচ্ছেন। প্রার্থীরাও দিচ্ছেন নানা ওয়াদা ও প্রতিশ্র¤œতি। এবারের নির্বাচনে রয়েছে বেশ কিছু তর¤œন প্রজন্মের নতুন প্রার্থী। ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মরহুম বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান হামদু সিকদারের সুযোগ্য পুত্র  মোঃ নাছির উদ্দিন সিকদার সাগর।  তিনি জানান, বর্তমান সরকারের উন্নয়নের যে ধারাবাহিকতা অব্যহত রয়েছে সেই ধারাবাহিকতায় উন্নয়নমূলক কাজ করতে চাই। আমি সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও নারী নির্যাতনের বির¤œদ্ধে কাজ করে যেতে চাই। ৫ নং ওয়ার্ডে আর একজন নতুন প্রার্থী সাবেক ছাত্র নেতা নাজিম উদ্দিন সোহেল জানান, তিনিও বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অÍগুন্ন রাখতে চান। তিনিও সন্ত্রাস ও মাদক মুক্ত এলাকা গড়ে তুলতে চান। ৬নং ওয়ার্ডের প্রার্থী সাবেক কাউন্সিলর আনোয়ার¤œল কবির সিকদার জানান, অতিতের মত এবারও গরিব, দুখি অসহায় মানুষের পাশে থাকতে চাই। ৮নং ওয়ার্ডের প্রার্থী আব্দুল আলিম সিকদার বলেন,  আমার কাছে কাউকে আসতে হবে না, আমি নিজেই মানুষের কাছে গিয়ে পৌছাবো, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সকল প্রকার ভাতা নিশ্চিত করবো এলাকার উন্নয়নের জন্য কাজ করবো। এছাড়াও   ৪,৫,৬ সংরÍিগত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী ইশিতা বেগম হ্যাপি বলেন, আমি দুঃস্থ, অসহায়, স্বামী পরিত্যক্তা মহিলাদের সব সময় পাশে থাকবো এবং সকল প্রকার নাগরিক সুবিধা নিশ্চিত করবো। আগামী ১৬ জানুয়ারি পিরোজপুর পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD