ফয়সাল রহমান জনি বিশেষ প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় র্যাব তাদের কাজ কর্মের মাধ্যমে মানুষের বিশ্বাস ও আস্থার জায়গায় পরিনত হয়েছে। র্যাব সহ পুরা নিরাপত্তা বাহিনী কাজ করছে বলেই বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। পুলিশ বাহিনী, র্যাব বাহিনী নিরাপত্তা না দিলে দেশ মুখ থুবড়ে পড়ত। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ কর্তৃক আয়োজিত গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় অসহায়-দুস্থ্য ও গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি উপরোক্ত কথাগুলি বলেন।
তিনি আরো বলেন-র্যাব জঙ্গী দমন, সন্ত্রাস দমন করে মানুষের আস্থা অর্জন করছে। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় র্যাব তাদের প্রতিহত করছে। র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই অবৈধ অস্ত্র,মাদক৷ গোলাবারুদ উদ্ধার, ধর্ষন, চাদাবাজদের গ্রেফতার করে র্যাব মানুষের আস্থা অর্জন করেছে। র্যাব ২০২০ সালে ৩ শতাধিক জঙ্গী গ্রেফতার সহ ১১ হাজার অধিক অপরাধীকে গ্রেফতার করেছে। র্যাব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে চলছেন।
র্যাব ফোর্সেস এর মহা-পরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও র্যাব-১৩ রংপুর এর অধিনায়ক রেজা আহম্মেদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-র্যাবের বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডঃ ফজলে রাব্বি মিয়া এমপি, র্যাব ফোর্সেস অতিরিক্ত মহা-পরিচালক অপারেশন তোফায়েল মোস্তফা সরওয়ার, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি এমপি।
এ সময় উপস্থিত ছিলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আব্দুল আলিম, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, গাইবান্ধা র্যাব-১৩ এর লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা, বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ সহ র্যাবের বিভিন্ন কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- রিক্সা চালক আতাউর রহমান।
অনুষ্ঠানের শুরুতে র্যাবের বিভিন্ন উন্নয়ন ও মানবিক কর্মকান্ড নিয়ে প্রজেক্টরে ভিডিও চিত্র প্রদর্শন করেন।
শেষে অসহায়-দুস্থ্য ও গরীবদের মাঝে ৮ শীতবস্ত্র বিতরণ করা হয়।