সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

নীলফামারীর সৈয়দপুরে নির্মান কাজ সমাপ্তি কল্পে সুধী সমাবেশ অনুষ্ঠিত।

নীলফামারীর সৈয়দপুরে নির্মান কাজ সমাপ্তি কল্পে সুধী সমাবেশ অনুষ্ঠিত।

আব্দুর রশিদ  নিলফামারীঃ
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় সৈয়দপুর ডায়াবেটিক হাসপাতালের অসমাপ্ত নির্মান কাজ সমাপ্তিকল্পের সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ০৯ জানুয়ারি দুপুরে  পার্বতীপুর রোড সুলতান নগরে সামাজিক  মাজিক দুরত্ব বজায় রেখে  ডায়াবেটিক হাসপাতালের সভাপতি ডাঃ আবু আহমেদ মর্তুজার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব, জয়নাল আবেদীন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ লায়লা আরজু ,প্যানেল চেয়ারম্যান মেহেরুন আক্তার তুরিন, জেলা পরিষদ সদস্য ,আব্দুল গফুর সরকার, শামীম চৌধুরী, সাইদুর রহমান এ্যাপোলো, প্রভাষক হান্নান সরকার, আতাউর রহমান সাজু, মোশারফ হোসেন, মিজানুর রহমান ,শিউলি আক্তারসহ  স্থানীয় সচেতনমহল।
অনুষ্ঠানে পবিত্র কুরআন  তিলাওয়াত শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সৈয়দপুর উপজেলা সাধারণ সম্পাদক মহসিন আলী।
এ সময় প্রধান  অতিথি ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন করে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে হাসপাতালের কতৃপক্ষকে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD