রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ও সালন্দর ইউনিয়নে আশ্রায়নের অধিকার শেখ হাসিনার উপহার প্রকল্পের আওতায় ভুমিহীন ও গৃহহীন মানুষের গৃহ নির্মাণ কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
শনিবার (৯ জানুয়ারী) দুপুরে গৃহ নির্মাণ কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান ও ইউপি চেয়ারগণ।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন বলেন আশ্রায়নের অধিকার শেখ হাসিনার উপহার গৃহায়ন প্রকল্পের আওতায় ১ কোটি ৮৯ নব্বই একাশি হাজার টাকা ব্যায়ে ১’শ ১১টি গৃহ নির্মাণ করা হবে।
জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের অগ্রগতি দেখে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ধন্যবাদ জানান। পরে তিনি ভুমিহীন ও গৃহহীনদের সাথে মতবিনিময় করেন।