সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
সাব্বির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার আশুলিয়ায় বান্ধবীর বাসা থেকে ফেরার পথে এক নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ।
রোববার ভোর রাতে আশুলিয়ার গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়ছে। এর আগে শনিবার রাতে ভুক্তভোগী কিশোরী আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
আটককৃতরা হলো- আশুলিয়ার গাজীরচট দরগাড়পাড়ের মোখলেস হোসেনের ২ ছেলে সাইফুল ইসলাম বাবু (২৩) ও আরিফ (২২), একই এলাকার আনোয়ার হোসেনর ছেলে আবু বক্কর (২৫) ও নান্নু মোল-ার ছেলে রানা মোল-া (২৮)।
ভুক্তভোগী কিশোরী জানায়, কারখানার ছুটি শেষে গত বুধবার রাত ৮ টার দিকে আশুলিয়ার গাজিরচট এলাকায় বান্ধবীর বাসা থেকে নিজের ভাড়া বাসায় ফেরার পথে পরিচিত দুই ছেলে সহকর্মীর সাথে কথা বলছিল। এসময় অভিযুক্ত ৪ জন মিলে দুই সহকর্মীকে মারধর করে তাড়িয়ে দিয়ে ওই কিশোরীকে তুলে নিয়ে সাইফুল ইসলাম বাবুর বাড়িতে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গণধর্ষণ করে।
ধর্ষণকারীদের হুমকিতে ভয়ে ভুক্তভোগী কিশোরী বিষয় নিয়ে চুপচাপ থাকে। পরে শনিবার বিকেলে বিষয়টি জানাজানি হলে পুলিশের সহায়তায় লিখিত
অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। পরে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে আজ ভোরে চার জনকে আটক করা হয়েছে।
মামলা দায়ের শেষে দুপুরে তাদের গ্রেপ্তার দেখিয়ে ঢাকার মূখ্য বিচারিক আদালতে পাঠানো হবে। একই সাথে ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।