শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলুর জমি থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে স্থানীয়রা উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের একটি আলুর জমিতে কম্বল জড়ানো অবস্থায় অজ্ঞাত কন্যাশিশুর লাশ দেখতে পেয়ে বৈরাগীহাট পুলিশ তদন্তকেন্দ্রে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় গ্রামবাসীদের ধারণা, অবৈধ গর্ভধারণের ফলে জন্ম নেয়া শিশুটিকে রাতের আধারে এভাবে ফেলেগেছে পরিবারের লোকজন।
বৈরাগীহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মিলন কুমার চ্যাটর্জী বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত মৃত শিশুটির পরিচয় জানা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আরও জানান।