ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিট পুলিশিং এর উদ্যোগে এবং ফ্রেন্ডশীপ সংস্থার সহযোগিতায় চর চৌমোহন এলাকায় বাল্য বিবাহ, নারী নির্যাতন, যৌতুক, জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে গাইবান্ধা জেলার সুযোগ্য সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম মহোদয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর), অফিসার ইনচার্জ ফুলছড়ি থানা এবং ফ্রেন্ডশীপ সংস্থার বিভিন্ন কর্মকর্তা বক্তব্য রাখেন। মাননীয় প্রধান অতিথি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন।এছাড়াও অন্যান্য অপরাধ নির্মূলে চরবাসীর সহযোগীতা কামনা করেন।
অনুষ্ঠানে এরেন্ডাবাড়ী ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গসহ বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন। বিট পুলিশের উদ্যোগে পর্যায়ক্রমে জেলার সকল এলাকায় এ ধরণের সচেতনাতামূলক সভা আয়োজন অব্যাহত থাকবে।