প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৪, ১২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২১, ৫:০০ পি.এম
নীলফামারীতে কোভিড-১৯ ফ্রি টিকা নিবন্ধন কর্মসূচীর উদ্বোধন।
আব্দুর রশিদ নীলফামারীঃ
নীলফামারীতে বেসরকারী ভাবে প্রথম সামাজিক দূরত্ব মেনে কোভিড-১৯ ফ্রি টিকা নিবন্ধন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের আয়োজনে চৌরঙ্গী মোড় স্মৃতি অম্লাণ চত্বরে টিকা নিবন্ধন কর্মসূচীর উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোঃ জাহাঙ্গীর কবীর। এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মুশফিকুর রহমান রিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী দ্বীপক চক্রবর্তী জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসান সহ আরো অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাসেল আমিন স্বপন সাংগঠনিক সম্পাদক নীলফামারী জেলা সেচ্ছাসেবক লীগ ।
Copyright © 2024 দৈনিক মাতৃছায়া. All rights reserved.