রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
মোঃআতিকুর রহমান আজাদ,কালকিনি (মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোঃ রকিব শরিফ-(১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার সিডিখান এলাকার মোক্তারহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রকিব বরিশালের মুলাদী উপজেলার মালেরহাট গ্রামের জাহাঙ্গীর শরীফের ছেলে।
এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালের মুলাদী উপজেলার মালেরহাট গ্রামের জাহাঙ্গীর শরীফের ছেলে মোঃ রকিব ও তার বন্ধু একই গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে মোঃ জাহিদুল হাওলাদার মোটরসাইকেল যোগে কালকিনির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু উপজেলার সিডিখান এলাকার মোক্তারহাট নামকস্থানে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মেহগনী গাছের সাথে ধাক্কা লেগে দুথজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতব্যরত চিকিৎসক মোঃ রকিব শরিফকে মৃত্যু ঘোষনা করে। এবং আহত জাহিদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন, নিহত রকিব শরিফের লাশ উদ্ধার করা হয়েছে।