শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন
সাব্বির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার আশুলিয়ার বাইপাইলে ৫৯০ বোতল ফেনসিডিলসহ দুলাল মিয়া (২৮) ও আশরাফুল ইসলাম (৩৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪।
শুক্রবার বিকেলে র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানান সিনিয়র এএসপি মো: সাজেদুল ইসলাম।
র্যাব-৪ এর সিনিয়র এএসপি মো: সাজেদুল ইসলাম বলেন, চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উত্তরা এলাকায় বড়ই এর আড়ালে ফেন্সিডিলের চালান নিয়ে যাচ্ছিলেন তারা।
গোপন সংবাদের ভিত্তিতে তাদের আশুলিয়ার বাইপাইল থেকে আটক করা হয়। এছাড়া আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকার আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রেতাদের নিকট খুচরা ও পাইকারী বিক্রয় করে আসছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে এ তথ্য জানায় তারা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।