রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতাঃ দেশের রাষ্ট্রায়ত্ব ৬ টি চিনিকল বন্ধে সরকারী সিদ্ধান্ত বাতিলের দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলের প্রধান ফটকের সামনে বাংলাদেশ আখচাষী ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে অনশন কর্মসূচি পালিত হয়।
গত ১৬ মার্চ (মঙ্গলবার) এ অনশন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ আখচাষী ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক রংপুর চিনিকল শাখার এম এ মতিন মোল্লা। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পাটি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মিলন কান্তি সরকার, বাসদ গোবিন্দগঞ্জ শাখার আহবায়ক কমরেড রফিকুল ইসলাম রফিক, জাসদ উপজেলা শাখার সভাপতি কমরেড সেকেন্দার আলী, জেএসডি উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আলী আজগর, উপজেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাসেম, বিশিষ্ট আখচাষী নেতা আতোয়ার হোসেন নান্নু, স্থানীয় কৃষক নেতা লূৎফর রহমান, মুকুল মিয়া, জহুরুল ইসলাম। সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা যুবমৈত্রী সভাপতি আশরাফুল ইসলাম।
বক্তারা বলেন, বন্ধ সকল চিনিকল আধুনিকরণ করে দেশ ও জাতির স্বার্থে অনতি বিলম্বে চালু করার দাবী জানান সরকারের সংশ্লিষ্ঠ বিভাগের কাছে।