রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন
মোঃআতিকুর রহমান আজাদ,কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের সুযোগ্য মানবিক পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর খুলনা জেলায় পুলিশ সুপার হিসেবে বদলি হওয়ায় ডাসার থানা কর্তৃক বদলী জনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
গতকাল সোমবার সন্ধ্যায় বদলী জনিত বিদায়ে, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী পুলিশ সুপার। অনুষ্ঠানে উপস্থিত সকল সুধীজন বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং পরিশেষে তাকে সম্মাননা স্মারক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ডার ডাসার থানা, জাকিয়া সুলতানা অধ্যক্ষ শেখ হাসিনা উইমেন্স একাডেমি এন্ড বিশ্ববিদ্যালয় কলেজ, জনাব এহ্সানুর রহমান ভূইয়া অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল)মাদারীপুর,ডাসার থানা আ.মীলীগের আহবায়ক সৈয়দ শাখাওয়াত হোসেন,যুগ্ন আহবায়ক কাজী মাহমুদুল হাসান দোদুল, ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান সহ সকল সদস্যবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক বৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং স্থানীয় সুধীজন।
এ সময় বিদায়ই পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন,আমি আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে করে আসছি। আমার অধিনস্থ সকল থানার অফিসারদেরও এরকম নির্দেশনা দেয়া হয়েছে। সেই লক্ষ্যে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। আপনারা যে রকম আমাকে সহযোগীতা করেছেন,তেমনি পরবর্তিতে যে অফিসার আসবে তাকেও বিভিন্ন তথ্যদিয়ে সহযোগীতা করবেন।
আমাদের সকলের ঐক্যবদ্ধ সহযোগীতাই বাংলাদেশ সকল প্রকার অপরাধ মুক্ত হবে।